You have reached the main content

নেপাল, ৩০ বছরের কম বয়সী নারীদের উপসাগরীয় দেশগুলোতে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে

On September 11, 2013

মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বাড়তে থাকার প্রেক্ষাপটে নেপাল, ৩০ বছরের কম বয়সী নারীদের উপসাগরীয় দেশগুলোতে গৃহকর্মী হিসেবে নিয়োগের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে নেপালের অধিকার রক্ষাকারী দল সমূহ যুক্তি প্রদর্শন করেছে যে, কাজের বেলায় বয়সের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি নারীর সম অধিকারের লঙ্ঘন।

উপসাগরীয় দেশসমূহে কাজ করা বেশীর ভাগ গৃহকর্মী কাফালা নামক পদ্ধতির অধীনে কাজ করে থাকে। এই পদ্ধতির অর্থ হচ্ছে তারা যে দেশে কাজ করে সেই দেশে তাদের অধিকারের বিষয়টি তাদের নিয়োগকর্তার স্পন্সরের সাথে যুক্ত। যদিও এই সমস্ত কর্মীদের জন্য পেশা পরিবর্তন অসম্ভব নয়, কিন্তু তা অনেক কঠিন বিষয় এবং বেশীরভাগ কর্মীকে তাদের পাসপোর্ট অবশ্যই তাদের নিয়োগ কর্তাদের কাছে জমা রাখতে হয়।

এক হিসেবে জানা যায় যে বৈধ কাগজ ছাড়া প্রায় ২০০,০০ জন নেপালী নারী উপসাগরীয় দেশসমূহে কাজ করছে। সম্প্রতি কাঠমান্ডু এক চক্রের কেন্দ্রে পরিণত হয়েছে যারা অভিবাসী শ্রমিকদের কাছে ভূয়া পাসপোর্ট বিক্রি করার কাজে নিয়োজিত, এই সমস্ত কর্মীদের অনেকে তরুণী যারা উপসাগরীয় দেশসমূহে পরিচারিকার কাজ করার জন্য যায়। উপসাগরীয় রাষ্ট্রসমুহ অভিবাসী শ্রমিকদের বিষয়ে আইএলও-এর শ্রম আইন চুক্তিতে স্বাক্ষর করেনি।

“ আমরা বয়সের উপর এক সীমাবদ্ধতা জারি করার সিদ্ধান্ত নিয়েছি কারণ বয়স্ক নারীরা নিজেদের ভালোভাবে রক্ষা করতে পারে। দক্ষিণ এশিয়ার অন্য সব দেশও একই ধরনের সতর্কতা গ্রহণ করেছে। উপসাগরীয় রাষ্ট্রসমূহ এই ধরনের সতর্কতা গ্রহণের জন্য আমাদের পরামর্শ প্রদান করেছে”। এই কথাগুলো উচ্চারণ করেছেন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী কুমার বেলবাসে। নেপাল অ্যাসোশিয়েশন অফ ফরেন এমপ্লয়মেন্ট এজেন্সির (নেপালের বিদেশে শ্রমিক নিয়োগ প্রতিষ্ঠান সমূহের সভাপতি) সভাপতি বাল বাহাদুর দি হিমালয় টাইমস্কে এই তথ্য জানিয়েছেন

তবে বেশ কিছু দল এই নিষেধাজ্ঞার বিষয়ে বিরোধিতা করেছে। ইউএনওমেন নামক সংগঠনের প্রোগ্রাম স্পেশালিষ্ট সারু জোসি বলেনঃ

আরো সতর্ক কিছু পদক্ষেপ নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোকে শক্তিশালী করবে, যে সবের মধ্যে রয়েছে কর্মীদের জন্য কাজ বেছে নেওয়ার সুযোগ প্রদান, ঝুঁকির বিষয়ে কর্মীদের সচেতন করা, এনআরএন-এর সাথে যুক্ত সংগঠন সমূহের শক্তি বৃদ্ধি করা এবং সামগ্রিক একটি প্রস্তাবনা।

উপসাগরীয় অঞ্চলে কাজ করা বেশীরভাগ নারীর বয়স ২৫-এর কম।

দি খালিজ টাইমসের সংবাদে জানা গেছে যে আবুধাবীতে অবস্থিত নেপালী দূতাবাস-এ সপ্তাহে দাবী করেছে যে এই ধরনের আইনের বিষয়ে তারা কোন কিছু শোনেনি।

প্রবন্ধটি এখানে পাঠ করুন ইংরেজীতে।

This post is a translation from this article in English (One Sri Lankan, One Bengali, Found Dead in Lebanon) from the “Migrants Rights” Website.

Translated into Bangla by Bijoy.