You have reached the main content

রমজান মাস, কারো কারো জন্য যা পবিত্র এক মাস

On September 11, 2013

এমন কি রমজান মাস, যা কিনা বেশীরভাগ মুসলমানদের জন্য পবিত্র এক মাস হিসেবে স্বীকৃত, সে মাসেও একই দেশে বাস করা ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষের ক্ষেত্রে প্রচণ্ড এবং অবশ্যম্ভাবী বৈষম্যের বিষয় বিদ্যমান থেকে যাচ্ছে। এই প্রবন্ধে এই বিষয়টি তুলে ধরা হয়েছে যে কাতারে কি ভাবে এই বৈষম্যের ঘটনা ঘটছে।

পরিচ্ছন্নতা সেবা ব্যবস্থা প্রদান করে এমন বেশ কিছু কোম্পানী তাদের কর্মীদের (যারা, বাসা, হাসপাতাল, স্কুল, রাস্তা, ইত্যাদি এলাকা পরিষ্কার করে) এমনকি রমজান মাসেও সাপ্তাহিক ছুটি ব্যাতিত দৈনিক ১২ ঘন্টা কাজ করিয়ে নেয়, বিশেষ করে রমজান মাসে যেখানে কাতারে দৈনিক কাজের সময় কমিয়ে আনা হয়।

প্রবন্ধটি এখানে পাঠ করুন ইংরেজীতে।

Translated into Bangla by Bijoy.