You have reached the main content

ওমান এক সপ্তাহে ২৪৯ জনকে ফেরত পাঠিয়েছে

On August 22, 2013

আগস্টের প্রথম সপ্তাহে ওমানের শ্রম মন্ত্রনালয় ২৪৯ জন কাগজপত্র বিহীন প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে বলে ঘোষণা করেছে। একই সপ্তাহে “ওমানের শ্রম আইন ভঙ্গের দায়ে” কাগজপত্রবিহীন ১৯৮ জন প্রবাসীকে গ্রেফতার করেছে, তাঁদের মধ্যে ১৪৩ জন ব্যবসায়, ১৯ জন কৃষিকাজে এবং ৩৬ জন গৃহকর্মে নিযুক্ত ছিলেন। গ্রেফতারকৃতদের মধ্যে ১১৪ চাকুরি থেকে পলায়ন করেছেন, ৪৪ জন চাকুরিচ্যূত, ৩৪ জন অন্য চাকুরিতে স্থানান্তর হয়েছেন। মাসকাটের গভর্নর অফিস ৮১ টি মামলায় সর্বোচ্চ সংখ্যক গ্রেফতার হয়।

ওমানি পুলিশ জানায় মানব পাচারের সময় জুলাই মাসে ১৫৮ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃতদের অধিকাংশকেই মাসকাট গভর্নরেট এবং হরমুজ প্রনালী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওমান অন্যান্য গালফ দেশসমুহে কাজের উদ্দেশে দক্ষিন ও পুর্ব এশিয়ার দেশসমুহ থেকে আগত। জুলাই মাসে মানব পাচারকৃত ৩৭৮ জনকে স্বদেশে প্রত্যাবর্তন করানো হয়। ২০১২ সালে ওমানে ৩৪০০ জন মানব পাচারকৃত অভিবাসীকে গ্রেফতার করে স্বদেশে প্রত্যাবর্তন করানো হয়। জাতিসঙ্ঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা ( আই এল ও)- এর হিসাব অনুযায়ী গালফ অঞ্চলে ৬০০,০০০ জন প্রবাসী মানব পাচারের শিকার।