You have reached the main content

আমাদের সম্বন্ধে

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকদের দু:খ-কষ্ট তুলে ধরা এবং তাদের প্রকৃত অবস্থা জানানো।

প্রবাসী শ্রমিকরা আমাদের সমাজ এবং অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের কোন কোন রাজ্যে তারা মোট জনসংখ্যার ৮০% দখল করে আছে। তাদের অনেকে দক্ষ পেশাজীবি হিসেবে সম্মানজনক চাকুরী করছে বা সফল ব্যবসায়ী। তবে মধ্যপ্রাচ্যে কর্মরত তাদের বেশীর ভাগই কায়িক শ্রম অথবা গৃহস্থালীর কাজ বা গাড়ি চালকের কাজ করে থাকে।

আমাদের সবারই এদের কাছে রয়েছে প্রচুর ঋণ। যদিও এইসব লোকেরা মূল্যায়িত হন কম, তাদের অবজ্ঞা করা হয়, শোষণ করা হয় এবং তারা ন্যুনতম নাগরিক অধিকার থেকে বঞ্ঝিত হন। এটি আধুনিক যুগের দাসত্ব।

এই কারনেই মিডইস্ট ইয়থ এই প্রকল্পটি শুরু করেছে যার মাধ্যমে এইসব মানুষদের অবস্থা সম্পর্কে অন্যকে জানানো যায় এবং তাদের ন্যায্য অধিকার আদায় করা যায়।

আমাদের লক্ষ্য

আমাদের প্রথম কাজ শ্রমিকদের মৌলিক মানবাধিকার হরনের গল্পগুলো সবাইকে জানানো। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে গাল্ফ অঞ্চলে অনেকদিন ধরেই এইসব প্রবাসী শ্রমিকরা 'অদৃশ্য সংখ্যাগুরু' সম্প্রদায় হিসেবে বাস করছে। তাদের নিয়ে পত্রিকায় কমই লেখা হয় এবং তারা তাদের চাকুরীদাতাদের সরকার থেকে কমই সাহায্য পায়। তাদের অনেকের দেখভালের জন্যেই স্পষ্ট কোন নীতি তৈরি নেই।

এই ওয়েবসাইটটি একটি মূল্যবান, দায়িত্ববান এবং তথ্যে পূর্ণ ওয়েবসাইট হিসেবে যারা এই লক্ষ্যে কাজ করছেন তাদের একত্র করতে সচেষ্ট। আমরা আমাদের নিজ নিজ সরকারের কাছেও তদবীর করতে চাই যাতে তারা শ্রমিক আইনে পরিবর্তন আনে অত্র অঞ্চলের প্রবাসী শ্রমিকদের মানবাধিকারকে আমলে নিতে।