You have reached the main content

কুয়েতি অফিসাররা চারজন ভারতীয়কে মেরেছে

On September 11, 2013

গত বছর রমজানের প্রথম দিনে (২০১১ সালের পহেলা আগস্ট) কুয়েতের তিনটি আলাদা আলাদা স্থানে (সাদ আব্দুল্লাহ, কাব্দ, এবং জাহরার মরুভূমি অংশে) ভয়ংকর অপরাধ সংগঠিত হয়েছে। কুয়েতি সংবাদপত্র আল-কাবাস জানায় একজন কুয়েতী কর্মকর্তা শটগান ব্যবহার করে চার জন ভারতীয়কে হত্যা করেন, অপরদিকে একজন ইথিওপীয় মহিলা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। অপরাধ সংগঠনের কিছুক্ষণ পরেই শুয়ায়েখ থেকে ঐ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়, তিনি স্বীকার করেন যে নিহত চারজনের মধ্যে দুই জন রমজানের দিনে খাচ্ছিল (কুয়েতে এটাকে অবৈধ কাজ বলে গণ্য করা হয়)। তাঁর নথি পর্যবেক্ষণ করে পুলিশ জানতে পারে যে ঐ কর্মকর্তার মানসিক সমস্যার অতীত ইতিহাস আছে এবং গত দুই বছর যাবত তিনি অসুস্থ। এ মামলাটি দ্রুত নিস্পত্তির অপেক্ষায়।

প্রবন্ধটি এখানে পাঠ করুন ইংরেজীতে।

Translated into Bangla by Aleem.